চকরিয়ায় নিজ বাড়িতে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া :চকরিয়ায় রাজিয়া সোলতানা ময়না (১৮) নামের এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। তবে কী কারণে বিষপান করেছে তা জানাতে পারেনি তার স্বজনরা। মঙ্গলবার রাত ১০টায় নিজ বাড়িতে সে বিষপান করেন। সে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছইন্নামারঘোনা এলাকার ছমি উদ্দিনের মেয়ে।
কলেজ ছাত্রীর পিতা ছমি উদ্দিন জানান, মেয়ে রাজিয়া প্রতিদিনের মতো তার কক্ষে ঘুমাতে যায়। হঠাৎ করে রাত ১০টার দিকে বমি করতে থাকে। পরে তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাজিয়া মৃত্যুর কুলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। #