চকরিয়ায় দুটি মন্দির নির্মাণ কাজের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা এলজিইডির অর্থায়নে দুটি মন্দিরের নির্মাণকাজ শুরু হয়েছে। শনিবার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম নির্মাণকাজ উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তর মন্দির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। এছাড়াও চকরিয়া পৌরসভায় ১০লক্ষ টাকা ব্যয়ে সৎ সঙ্গ মন্দির নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ জাফর আলম।
চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা হিন্দুপাড়ায় প্রয়াত সারদা কিশোর দাশ মহাজনের ভিটায় নির্মিতব্য সৎসঙ্গ মন্দিরের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৎসঙ্গ কেন্দ্র ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সভাপতি রতন বরণ দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী কমল কান্তি পাল, হিন্দু সম্প্রদায়ের নেতা রতন বরণ দাশ, ঠিকাদার শফিকুল কাদের, ঠিকাদার মিজানুর রহমান, ফাঁসিয়াখালীর ইউপি সদস্য মাহবুবুর রহমান মাবু, ঠিকাদার মামুন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ, জোবাইর, ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রাহিত প্রমুখ।#
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ধর্ম যার যার বাংলাদেশ সবার। এদেশে একসাথে বসবাস ও সব ধরনের অনুষ্টান আয়োজনে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আজ বিশ^দরবারে প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সফল সরকার সকলধর্মের মানুষের সবস্থানে সেতুবন্ধনে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সফল হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ধর্মে বলা হয়েছে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট, সকল ধরণের অনাচার ও হানাহানিতে লিপ্ত গোষ্টি কোনদিন শান্তির পক্ষে হতে পারেনা। তাদের স্থান কোন ধর্মে নেই। অনুরূপভাবে হিন্দু ধর্মে বলা হয়েছে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টকারীদের বিনাশের জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আর্বিভুত হন। পরকালের ভীতি হৃদয়ে রেখে সুন্দর আগামী নিশ্চিত করতে সকল ধর্মের সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এতে সকলের জীবনের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সফল হবে।
এমপি আলহাজ্ব জাফর আলম আরও বলেন, চকরিয়া-পেকুয়া উপজেলা একটি সম্প্রীতির জনপদ। এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে নিরাপদ পরিবেশে বসবাস করে। ধর্মীয় কোন ধরণের সংঘাত নেই। আশাকরি আগামীতেও চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে। সেইজন্য ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধনে আধুনিক জনপদ বির্নিমানে সমাজের সবাইকে সহযোগিতা করতে হবে। ##