চকরিয়ায় দিন-দুপুরে ছিনতাই:লবণ ব্যবসায়ীকে আহত করে টাকা ও এটিএম কার্ড লুট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া:চকরিয়ায় দিনদুপুরে ছিনতাইয়ের কবলে পড়েছে ফারুক হোছাইন নামের এক লবণ ব্যবসায়ি। ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আক্রান্ত লবণ ব্যবসায়ি ফারুক হোছাইন জানান, মঙ্গলবার দুপুরে ইসলামপুর নাপিতখালী লবণ মিলে লবণ বিক্রি করতে যাই। সেখান থেকে লবণ বিক্রি করে বাড়ি ফেরার পথে চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা আবদুর শুক্কুরের নেতৃত্বে একদল ছিনতাইকারী তাকে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে ফেলে। পরে তারা তাকে টানা হেচড়া করে রাস্তার পাশের একটি নির্জন ¯’ানে নিয়ে যায়। সেখানে তাকে বেধে অমানষিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে লবণ ব্যবসায়ির কোমরে থাকা ১লাখ ২০হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ওইসময় ব্যাংকের একটি এটিএম কার্ডও নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার সময় তাকে ব্যাপক মারধর ও গলা টিপে হত্যা চেষ্ঠা করে। একপর্যায়ে তিনি চিৎকার দিলে পরে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে এক নারীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
ফারুক হোছাইন আরও জানান, ছিনতাইকারীরা তাকে জিম্মি করে একটি ষ্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর নেন। এঘটনায় লবণ ব্যবসায়ি বাদি হয়ে আবদুর শুক্কুর, ফরিদুল আলম, দেলোয়ার, আনছার ও জয়নালকে আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।