চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় মালবোঝাই একটি পিকআপের ধাক্কায় মোহাম্মদ সোহেল (২৬) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহেল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ার বশির আহমদের ছেলে। দুর্ঘটনায় মো. সাইফুজ্জামান (৩০) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার শামশুল আলমের ছেলে। পুলিশ জানায়, গতকাল সকালে মোটরসাইকেল যোগে দুই বন্ধু বদরখালী থেকে চকরিয়া সদরে যাচ্ছিলেন। তারা চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখি মালবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান। আহত সাইফুজ্জামানকে চকরিয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,নিহত সোহেলের লাশটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।