এম.জিয়াবুল হক : চকরিয়ায় বেসরকারী সংস্থা এসএআরপিভি (সোসাল এ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল) ’র আইডিয়া প্রকল্পের আয়োজনে ৬ নভেম্বর ১১টায় প্রতিবন্ধী ব্যক্তিদের নামে কৃষি খাসজমি বরাদ্দ বিষয়ে এক মতবিনিময় সভা এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে এসএআরপিভি’র ভরামুহুরীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আক্তার কামাল মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া সহকারী কমিশনার(ভুমি) তানভীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল চেয়ারম্যান মোঃ মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক মিজবাউল হক, পিএইচআরপিবিডি প্রকল্পের রিসোর্চ পার্সন ইয়াসমিন সুলতানা, প্রতিবন্ধী ব্যক্তি জয়নাল আবেদীন, হাফেজ মোঃ সোহেল।
বক্তারা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মুল ¯্রােতধারায় সম্পৃক্ত করার জন্য সবধরণের সহযোগিতা দেওয়া হবে। প্রধান অতিথি চকরিয়ার সহকারী কমিশনার(ভুমি) তানভীর হোসেন বলেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ভূমিহীন সনদ নিয়ে সঠিকভাবে আবেদন পাওয়ার পর সরজমিনে তদন্ত করে নীতিমালা মেনেই প্রতিবন্ধী ব্যক্তিদের কৃষি খাসজমি বরাদ্দ পাওয়ার ব্যাপারে সহযোগিতা দেওয়া হবে। #