চকরিয়ায় গাছ চুরিতে বাধাঁ দেয়ায় যুবককে গাড়ি তুলে অপহরণ ; ৩ঘন্টা পর উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় অপহরণের তিন ঘন্টা পর গুরুতর আহত অবস্থায় ছৈয়দুল আজম (৩৭) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ফাাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী থেকে অপহরণ হয় ওই যুবককে। পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে চকরিয়া থানা পুলিশ ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দোতালায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। আজম ইউনিয়নের দিগরপানখালী গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।
অপহরণের শিকার যুবক ও তাঁর পরিবারের দাবি, বুধবার ভোররাতে ফাসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী হাই স্কুল সংলগ্ন নিজের জমি থেকে স্থানীয় কিছু দূর্বৃত্ত গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পাওয়া যায়। ছৈয়দুল আজম খবর পেয়ে চোরদের গাছ নিতে বাঁধা প্রদান করেন। এসময় স্থানীয় হুমায়ুন, আলী আজম, রিদুয়ান ও মমতাজ সহ ৭-৮জনের একটিদল তাকে মারধর করে সিএনজি অটোরিক্সাযোগে অপহরণ করে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা তাকে ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের দোতালায় একটি কক্ষে আটকে রাখে। সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া থানা পুলিশ সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে আহত ছৈয়দুল আজম বলেন, হত্যার উদ্দেশ্যে আমাকে অপহরণ করা হয়। পরে তাঁরা আমাকে গলা ও অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। হাতুড়ি দিয়ে সর্বশরীরে আঘাতও করে। তিনি বলেন, গাছ কাটার ঘটনায় তিনি গত ২৭ সেপ্টেম্বর থানায় একটি অভিযোগও করেন। ধারণা করা হচ্ছে,
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##