চকরিয়ায় খ্রিস্টান হাসপাতালের নকল জখমী সার্টিফিকেট জালিয়াত চক্রের সদস্য আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়ায় হাসপাতালের ভুঁয়া সার্টিফিকেট জালিয়াত চক্রের অন্যতম সদস্য এক মংমা চিং মারমা (২৯) নামের এক উপজাতিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মালুমঘাট বাজারে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করেন। আটক চিং মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের পাইক্ষ্যং নয়াপাড়ার খিযা অং মারমার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে মালুমঘাট বাজারের একটি কম্পিউটার দোকানে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের তিনটি জাল জখমী সার্টিফিকেট স্কেনিং করতে আসেন মংমা চিং মারমা। এসময় উপস্থিত লোকজন সনদগুলো নকল বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে পালানোর চেষ্টা করে।
এরপর স্থানীয় লোকজনসহ চকরিয়া সংবাদপত্র হকার সমিতির ম্যানেজার শহিদুল ইসলাম ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এরপর তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন।
আটক মংমা চিং উপস্থিত লোকজনের কাছে স্বীকার করেন, ডুলাহাজারা চাবাগান এলাকার মনিন্দ্র মলি­কের ছেলে কাজল মলি­ক থেকে এক হাজার টাকা দিয়ে সনদগুলো কিনে নিয়েছে। তবে সে ব্যবসা করার জন্য নয় কাজকর্ম না পাওয়ায় এ সনদ দিয়ে চাকরির চেষ্টা করবে। সনদ কিনতে গত শুক্রবার মংমা চিং ডুলাহাজারা চাবাগান এলাকায় কাজল মলি­কের বাড়িতে রাত যাপন করে। পরদিন শনিবার মালুমঘাট বাজারে নকল সনদগুলো স্কেনিং করতে এসে ধরা পড়ে সে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত সময়ে কাজল মলি­ক হাসপাতাল থেকে কোর্স নিয়েছে। কিন্তু পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা যোগাড় করতে এ অন্যায় কাজে জড়িয়ে পড়ছেন বলে ধারণা করা হচ্ছে।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের সহকারী পরিচালক যোসেফ অমূল্য রায় বলেন, হাসপাতালের নামে ভূয়া সার্টিফিকেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এতে হয়রানির হাত থেকে অনেক সাধারণ জনসাধারণ বেঁচে গেছে। এ হাসপাতালের নামে সনদ বানিয়ে কেউ কোথাও চাকরি বা চিকিৎসা করলে ছাড় দেওয়া হবেনা ।
হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মো. ফারুক জানায়, এমসিএইস’এর নামে ভূয়া সনদসহ মংমা চিং মারমা নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে চকরিয়া থানায় হন্তান্তরের প্রক্রিয়া চলছে। #