এম.জিয়াবুল হক : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
গতকাল সোমবার ৭ অক্টোবর সকালে তিনি পৌরসভার বাটাখালী ও রাতে কাকারা ইউনিয়নের একটি পুজামন্ডপ পরিদর্শন শেষে পুজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন। বাটাখালী মন্ডপে এমপি জাফর আলম প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মো.মতিউল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা।
চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদাম কান্তি দাশ, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক হারাধন দাশ, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য ধনরঞ্জন দাশ মিঠু, ডা. বিশ^জিত রায় রাজীব।
বক্তব্য দেন চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলুৎফাল দাশ, বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি মাস্টার সুশান্ত দে, সহ-সভাপতি উত্তম দাশ, প্রদীপ চৌধুরী, আইন সম্পাদক অধ্যাপক সুজন নাথ, সুনীল বিহারী নাথ, অরুন কান্তি দাশ, আশীষ বসাক, নিখিল বসাক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য অনুপম দে (অপু), সুধাংশু বিমল সুশীল, যুগ্ম সম্পাদক অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, সাংস্কৃতিক সম্পাদক মিন্টু রুদ্র, সদস্য লিটন সুশীল, প্রণব দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য অজয় দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের পুজা সম্পাদক রাজীব চক্রবর্তী, সমাজ কল্যান সম্পাদক রাসেল চন্দ্র সুশীল, চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত দাশ, উত্তম কান্তি দে, উপজেলা কমিটির সদস্য তপন সুশীল, সাংগঠনিক সম্পাদক সুধীর দাশ, সদস্য সমীর দাশ, উপজেলা প্রচার সম্পাদক ডা.সুমন কান্তি দাশ, পৌরসভা কমিটির প্রকাশনা সম্পাদক রাজু দাশ, উপজেলা দপ্তর সম্পাদক কৈলাশ দাশ, পৌরসভা কমিটির অর্থসম্পাদক বাসু দাশ, সাংগঠনিক সম্পাদক মিল্টন কিশোর দাশ, দপ্তর সম্পাদক বিপ্লব দাশ গুপ্ত ছোটন, চকরিয়া সার্ব্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির দূর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজিত কান্তি দে, সাধারণ সম্পাদক ডা.অসীম কান্তি দে রুবেল, পৌরসভা কমিটির সদস্য রাজীব দাশ, মিল্টন দাশ গুপ্ত, সুজিত দাশ, রুবেল ধর, রাসেল ধর। অনুষ্ঠানে গীতা পাঠ করেন পৌরসভা কমিটির পুজা সম্পাদক বিশ^জিৎ বৈষ্ণম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদক, পুজা মন্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশের সকল স¤প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ এবং সুষ্ঠভাবে পালন করতে পারে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষন ও সুদক্ষ নেতৃত্বে যেমন বাংলাদেশ অগ্রগতি উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তেমনি তাঁর উদার রাজনীতির কল্যাণে হিন্দু সম্প্রদায়ের সবধরণের উৎসব বাঙ্গালীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আমাদেরকে এই অব্যাহত রাখতে হবে। চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে হবে।##