এম.জিয়াবুল হক : এপেক্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। সমাজের কর্ম ভাগ্যবানদের সাহায্য সহযোগিতা এবং অস্থির যুব সমাজকে স্বস্তির পথে আনার জন্য ১৯৩১ সালে অস্ট্রেলিয়ায় স্যার জোন বুচর, ইউন লাইয়ার্ড, ল্যানগ্যাম প্রাউড তিনবন্ধু এই এপেঙ ক্লাবের ফাউন্ডার। বাংলাদেশে তারই ধারাবাহিকতায় শুরু হয় এপেক্স ক্লাবের যাত্রা। সেই থেকে এপ্রেক্স ক্লাবের সদস্যরা সমাজের বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
এরই আলোকে ” মানুষ মানুষের জন্য ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবার এপ্রেক্স ক্লাবের সর্তীথরা মানবিকতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন ক্যান্সার জনিত এক রোগীর। কক্সবাজারের চকরিয়ায় এপেক্স ক্লাবের উদ্যোগে টিউমার ক্যান্সারে আক্রান্ত এক রোগীর সু-চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ৭টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ সিটি হাসপাতাল মিলনায়তনে এপেক্স ক্লাবের নেতৃবৃন্দরা ক্যান্সার আক্রান্ত রোগীকে এ অর্থ প্রদান করা হয়। রোগীকে অর্থ প্রদান করেন এপেক্সিয়ান অধ্যাপক জুবাইদুল হক, এপেক্সিয়ান আবদুল গফুর মানিক, এপেক্সিয়ান হাসনাত মোহাম্মদ ইউছুফ, এপেক্সিয়ান মাহবুবুর রহমান ও এপেক্সিয়ান মো. সলিমুলাহ প্রমূখ।
এপেক্সিয়ান জুবাইদুল হক এক প্রতিক্রিয়ায় তার বক্তব্যে বলেন, এপেক্স ক্লাব বিগত দিনেও এ ধরনের বিভিন্ন রোগী ও অস্বচ্ছল, দারিদ্র ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করেছেন। তারা ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।##