চকরিয়ার সরওয়ার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ; সকলের সহায়তায় সে বাঁচতে চায়

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে বসবাসরত চকরিয়ার সরওয়ার আলম দীর্ঘ ২বছর ৩মাস ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এখন সে অসুস্থ হওয়ায় চিকিৎসা খরচ ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এখন সে সর্বস্তরের জনসাধারনের সহায়তায় সুস্থ হয়ে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছে।

জানা যায়,কক্সবাজারের চকরিয়া উপজেলার হালকাকরা শাম্বির পাড়ার আকবর আহমদের পুত্র সরওয়ার আলম (৩৫) হ্নীলা ষ্টেশনের নাফ গ্যালারী নামে ওয়ালটন শোরুমে চাকরী করলেও কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সিকদার পাড়া রোডের মসজিদের পাশে মোঃ অলি উল্লাহর ভাড়া বাসায় ৩ছেলে, ১মেয়েসহ স্বপরিবারে বসবাস করে আসছে। হঠাৎ করে ২০১৯ সালের শেষের দিকে সে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারী পরীক্ষায় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তার সহায়-সম্পদ যা ছিল তা দিয়ে সে অদ্যবধি চিকিৎসা চালিয়ে আসছিল। এখন সে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ায় চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। এছাড়া সংসার চালাতে না পেরে চরম অসহায় হয়ে পড়েছে। তাই সে নিজে সুস্থ হয়ে পরিবারের ভরণ-পোষণের জন্য জেলার সর্বস্তরের জনসাধারণের নিকট আন্তরিকভাবে সহায়তা কামনা করেছেন।

সে জানায়, কোন সুহৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন মানবিক সহায়তায় এগিয়ে আসলে আমার মত দরিদ্র পরিবারের ছেলে সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে পারব বলে আশা ব্যক্ত করি। আপনারা চাইলে আমার পার্সোনাল বিকাশ মোবাইল-০১৮৩৯-০৮০৯০২ এবং ০১৮১৬-০৯৯৯১০ নাম্বারে যোগাযোগ করে সহায়তা পাঠাতে পারেন। ###