নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন ইন্তেকাল করেছেন, (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁহার বয়স ছিল ৫৮ বছর।তিনি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী গ্রামের বাসিন্দা। প্রধান শিক্ষক সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, ডায়াবেটিসসহ নানান সমস্যায় ভুগছিলেন। এ সমস্যা নিয়ে কিছুদিন আগে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি শিক্ষিকা স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর ইন্তেকালের বিষয়টি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার নিশ্চিত করে তিনি জানান, আজ বুধবার সকাল ১১ টায় হায়দারনাশী স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ##