নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়ায় একটি মারামারি মামলায় পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন করেন ওই কাউন্সিলর। শুনানী শেষে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নজরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি।
জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর গোল ছেহের বেগম নামের এক মহিলা বাদী হয়ে মারামারির ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত কাউন্সিলর নজরুল ইসলাম গতকাল আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর হয়। ফলে তাকে জেলহাজতে পাঠনো হয়েছে। এই মামলার চার্জশীট এখনো দাখিল হয়নি। ##