নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চকরিয়া উপজেলা শাখার উদোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ এপ্রিল দুপুরে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মো.নুরুল আখের, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক, উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত নাগরিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদোগে হতদরিদ্র ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রীর বিতরণ কর্মসুচির আয়োজন করে। এরই অংশ হিসেবে সোমবার উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ##
চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি।
