চকরিয়ায় ২৭বছর আত্মগোপনে থেকেও অবশেষে হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

এম জিয়াবুল হক, চকরিয়া : চকরিয়ায় ২৭ বছর পর একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হক (৪৮) নামের এক ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলেমান খানের নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার পাহাড়ি জনপদ মছনিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
গ্রেফতারকৃত আব্দুল হক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার মছনিয়াকাটা এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজীব চন্দ্র সরকার। তিনি বলেন, ১৯৯৬ সালে চকরিয়া বরইতলী ইউনিয়নে সংগঠিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় চকরিয়া থানায় রুজুকৃত মামলার (জিআর মামলা নং ৩০৪/৯৬) এজাহারনামীয় আসামি আব্দুল হক। অভিযোগপত্র দাখিল পরবর্তী দীর্ঘ শুনানি শেষে আদালতে ওই মামলায় বিচারকার্য সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, হত্যা মামলার রায়ে আদালতের বিজ্ঞ বিচারক এজাহারনামীয় আসামি আব্দুল হককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। মুলত ১৯৯৬ সালে সংগঠিত হত্যাকাণ্ডের পর পুলিশের গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন আসামি আব্দুল হক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গতকাল ভোর রাত তিনটার দিকে গোপন সংবাদে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হক এলাকায় এসেছে নিশ্চিত হয়ে আমরা তার গতিবিধি শনাক্ত করতে শুরু করি। ওইসময় তাৎক্ষণিক হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলায়মান খাঁনকে নির্দেশ দিই, আসামির বাড়ির আশপাশ এলাকায় অভিযান জোরদার করতে।

ওসি বলেন, অভিযানের একপর্যায়ে ভোর রাত চারটার দিকে এএসআই সোলেমান খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল অবশেষে নবজ এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার ৫ অক্টোবর গ্রেফতারকৃত আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। ##