চকরিয়ায় প্রবাসী সোসাইটির উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার প্রবাসীদের সংগঠন চকরিয়া প্রবাসী সোসাইটির উদ্যোগে ও প্রবাসী ফোরাম এর সার্বিক সহযোগিতায় আছিয়া কাসেম ট্রাস্টের তত্বাবধানে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮এপ্রিল মঙ্গলবার দুপুরে চকরিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
চকরিয়া প্রবাসী ফোরাম ও প্রবাসী সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ঈসা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক (মুজিব)। প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, চকরিয়া প্রবাসী সোসাইটি ও চকরিয়া প্রবাসী ফোরামের উদ্যোগে ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের ট্রাস্টি সংগঠন আছিয়া-কাসেম ট্রাস্টের সার্বিক তত্বাবধানে এলাকার দরিদ্র শ্রেণির পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করায় তিনি প্রবাসী এই সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ঈসা বক্তব্যে বলেন, চকরিয়ান প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরীর প্রত্যয় ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে প্রতিষ্ঠিত হয় চকরিয়া প্রবাসী ফোরাম ও প্রবাসী সোসাইটি। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় জনকল্যান ও প্রবাসী বান্ধব কর্মকান্ডে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। বর্তমানে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীর পাশাপাশি বিগত ২১ রমজান থেকে চকরিয়া পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ইফতার বিতরন কর্মসূচী চলমান৷ রয়েছে। তিনি আরো বলেন যাদের যোগ্যনেতৃত্বে ফোরাম ও সোসাইটি দূর্বার গতিতে সফলতা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন ইসহাক এর পক্ষ থেকে সবাইকে সালাম জানান এবং দোয়া কামনা করেন।
সবশেষে আছিয়া-কাসেম ট্রাস্ট এর তত্ত্বাবধানে এরকম একটি সুন্দর সহযোগিতা মূলক প্রোগ্রাম সম্পন্ন করায় তিনি আছিয়া-কাসেম ট্রাস্ট সংশ্লিষ্ট সকলকে ফোরাম ও সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও আমেরিকান প্রবাসী জিয়াবুল হক এবং প্রবাসী ফোরামের অসংখ্য কেন্দ্রীয় ও শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। যথাক্রমে বেলাল নবী, হাফেজ মামুনুর রশিদ ও অফিস সহকারী মোস্তফা খান ইমন প্রমুখ।##