চকরিয়ায় প্রকৃত ভিক্ষুক যাছাই বাছাই কার্যক্রমের উদ্বোধনে এডিসি মাসুদুর রহমান

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ভিক্ষুক যাছাই বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই কার্যক্রম উদ্বোধন করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাসুদুর রহমান মোল্লা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ভিক্ষুক যাছাই বাছাই কার্যক্রম উদ্বোধন শেষে এডিসি মো.মাসুদুর রহমান মোল্লা এদিন উপজেলা পরিষদ মিলনায়নে উপস্থিত প্রায় ৭শত ভিক্ষুক, বয়স্ক মহিলাদের মাঝে সরকারি বরাদ্দের আওতায় শীতের কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হামিদ উল্লাহ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমআর মাহমুদ, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা ছাড়াও উপজেলার চিরিঙ্গা, ফাসিয়াখালী, হারবাং, বরইতলী, কাকারা, লক্ষ্যারচর, সুরাজপুর-মানিকপুর, বমুবিলছড়ি, ডুলাহাজারা, খুটাখালী, সাহারবিল, পশ্চিম বড়ভেওলা, বিএমচর, কোনাখালী, পুর্ববড় ভেওলা, ঢেমুশিয়া ও বদরখালী ইউনিয়ন থেকে মোট ৭ শতাধিক প্রকৃত ভিক্ষুক ও অচ্ছল বয়স্ক নারী উপস্থিত হন। বাছাইকালে এডিসি মো.মাসুদুর রহমান মোল্লা উপস্থিত থেকে প্রতিটি ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষদেরকে একজন করে বাছাই করেন। #