চকরিয়ায় দুবৃর্ত্তদের আগুনে পুড়ে ছাই মুদির দোকান ও সিএনজি অটোরিকশা : ক্ষতি ২০ লাখ টাকা 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

এম জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে দুর্বৃত্তের দেয়া আগুনে সংখ্যালঘু পরিবারের একটি সিএনজি চালিত অটোরিকশা ও মুদির দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার (২২নভেম্বর) ভোর রাতে  হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাথপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, গতকাল ভোররাত তিনটার দিকে হারবাং ইউনিয়নের নাথ পাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজি অটো রিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকান্ডের ঘটনা দেখতে পায়।
পরে তাদের শোর চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে ওই পরিবারের ৪ লাখ টাকা দামের গাড়িটি পুড়ে ক্ষতি হয়েছে।
তিনি বলেন, প্রথম ঘটনার ঘন্টাখানেক পর একই এলাকার সড়কের পাশে কাজলের মুদির দোকান,হরিশ চন্দ্র নাথের দোকানসহ আরও দুটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ওইসময় কাজলের মুদির দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
হারবাং ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিরোধ কান্তি নাথ বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে সাম্প্রাদায়িক সম্প্রতি বিরাজ রয়েছে। এরই মধ্যে এধরনের ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেও খুজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
গতকাল সকালে হারবাং ইউনিয়নের নাথপাড়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত-উত জ্জামান, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.রকিব উর রাজা, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সাংবাদিক ছোটন কান্তি নাথ, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, সহ-সভাপতি রনজিত কান্তি দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক সুনিপ দাশ (সৌরভ) প্রমুখ।
চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বরণ দাশ বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও দোকানে আগুন দেয়ার ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এ ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এএসপি স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্থরা এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। ##