চকরিয়ায় গভীর রাতে ট্রাক চালককে অস্ত্র ঠেকিয়ে ১১টি বার্মিজ গরু ছিনতাইয়ের অভিযোগ ; গাড়ি উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে গভীর রাতে চালককে অস্ত্র টেকিয়ে পরিকল্পিতভাবে ১১টি গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করা গেলেও গরু গুলোর হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীদের অভিযোগ, মায়ানমার থেকে চোরাই পথে আনা গরু ব্যবসায়ীদের থেকে ১১টি গরু ক্রয় করেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার খোাদাইবাড়ি এলাকার মোঃ শাহীনসহ তারা তিনজন। লাভের আশায় গরুগুলো বিক্রি করতে সোমবার রাতে একটি ট্রাক যোগে চকরিয়া আড়তে নিয়ে যাচ্ছিল।

গরু বোঝাই ট্রাকটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার পার হয়ে মালুমঘাট বাজার কাছাকাছি পৌঁছালে ১০-১৫ জনের সশস্ত্র একদল দুর্বৃত্ত পথ গতিরোধ করে। একপর্যায়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি মহাসড়কের পশ্চিমে রেল লাইন দিয়ে পূর্ব ডুমখালী দিয়ে শান্তিরঘাট ও উলুবনিয়ার প্রবেশমুখ উত্তর পাড়ায় নিয়ে যায়। এসময়ের মধ্যে গরুগুলো গাড়ি থেকে নামিয়ে ভাগবাটোয়ারা করে নিয়ে সংবদ্ধ এই চক্র দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা ট্রাক চালকের গতিবিধি দেখে ছিনতাইকারী চক্রের সাথে চুক্তি আছে বলে আশংকা করছে গরুর মালিক পক্ষ।

ওইসময় খবর পেয়ে স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি চকরিয়া থানা পুলিশ ও মালুমঘাট হাইওয়ে পুলিশকে অবগত করেন। পরে পুলিশ, চেয়ারম্যান, স্থানীয় মেম্বারসহ দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালায়। উল্লেখ্য ইতিপূর্বেও এ ইউনিয়নে আরো বিভিন্ন সময় এরূপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ট্রাক থেকে গরু ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশকে অবগত করি। পরে ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন শিপুকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনসহ ঘটনাস্থল পরিদর্শন করি। তাৎক্ষণিক ছিনতাইকৃত গরুর সন্ধান পাওয়া না গেলেও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এসময় গরুর মালিকরাও সবাই উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন , মুলত এলাকার সংঘবদ্ধ একটি চক্র এই অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন , গরু ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##