নিজস্ব প্রতিনিধি : চকরিয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ মামলার আসামী মো. মিজানুরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মিজান হারাবং ইউনিয়নের শান্তিনগর এলাকার গোলাম কাদেরের ছেলে।
পুলিশ জানায়, ওই ছাত্রী গত ১৫ জুন সকালে কলেজে যাওয়ার পথে গতিরোধ করে মাইক্রোবাসে তুলে জোরপূর্বক ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় মিজান। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলাটি তদন্তের জন্য
হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ শামীম আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়।
গতকাল শুক্রবার দুপুরে তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও মামলা আসামি মিজানুরকে গ্রেফতার করা হয়। ##