নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বখাটেদের হামলায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা ও হেনস্থা করেছে বখাটেরা। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড নুনাছড়ি চরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহতরা হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। তারা হলেন; ওই এলাকায় আকতার হোসেনের মেয়ে মাইরিন ফারজানা জেরিন (১৫) ও একই এলাকার আতিক হাসানের মেয়ে তাহমিনা রহমান সাথী (১৫)।
এ ঘটনায় আকতার হোসেনের স্ত্রী রেহেনা আকতার বাদী হয়ে গতকাল চকরিয়া থানায় হামলাকারী একই এলাকার আব্দু ছালামের ছেলে গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন ও রিয়াজ উদ্দিনসহ চারজনের নামে এজাহার দায়ের করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার বিষয়টি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ টীম পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ##