নিজস্ব প্রতিনিধি : চকরিয়ায় একদিনের ব্যবধানে গাড়ি চাপায় ইকবাল হাসেম রামীম (৯) নামের আরও এক ক্ষুদে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্ট এলাকায় ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। নিহত ইকবাল রামীম হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ নোনাছড়ি গ্রামের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে ও একই ইউনিয়নের কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ক্ষুদে স্কুল শিক্ষার্থী রামিমকে চাপা দেওয়া গাড়ীটি পালিয়ে যাওয়ায় সনাক্তও করা যায়নি।
নিহতের বাবা ইব্রাহিম বলেন, আমার ছেলে রামীম সকালে বাড়ী থেকে বের হয় স্কুলে যাওয়ার জন্য। হঠাৎ শুনি সে এক্সিডেন্ট করেছে। এ কথা বলে কান্নায় মুচড়ে পড়েন ইব্রাহিম।
গাড়ি চাপায় ক্ষুদে স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, সকালে একজন প্রত্যক্ষদর্শী ফোন করে জানায় হারবাং ইনানী রিসোর্ট এলাকায় এক্সিডেন্টে এক শিশু মারা গেছে। তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিথরদেহ নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করা হলে আমরা মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করি। পাশাপাশি আমরা পালিয়ে যাওয়া ঘাতক গাড়িটি সনাক্ত করতে কাজ করছি।
প্রসঙ্গতঃ আগেরদিন চট্টগ্রামের একটি হাসপাতালে একইভাবে মারসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র মোহাম্মদ রাকিব মারা যান। ##