ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ক‍্যন বি*য়া*র উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মিয়ানমারের তৈরি ৯৬ক্যান বিয়ার উদ্ধার করেছে বিজিবি ।

৬ মে (শনিবার) বিকেল ৪ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি বাইশফাঁড়ী বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নাঃ মোঃ মোশফিকুর রহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া এলাকায় আমবাগান নামক স্থানে মালিক বিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৩৪ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানাযায়,অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক কারবারিরা । এতে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পাচার কারী ধরতে অভিযান চলমান রয়েছে।

আরও জানাযায়, জব্দকৃত মাদকদ্রব্য গুলো কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি) তে জমা করার জন‍্য নিয়ে যাওয়া হয়েছে এসময় উদ্ধারকৃত মাদকদ্রব্য বিরুদ্ধে মামলা রুজুর করার পক্রিয়া চলছে বলে বিজিবির সূত্রে জানাযায়।