ঘুমধুম বিজিবির অভিযান ৩ হাজার ৩শ ৮০ পিচ ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শহিদুল ইসলাম, উখিয়া :
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন ঘুমধুম বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ ৮০ পিচ ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে

বৃহস্পতিবার সন্ধায় ঘুমধুম বিজিবির সদস্যরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী নামক এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা সহ পাচারকারী মিয়ানমারের মংডু জেলার মংডু থানার বাগঘোনা গ্রামের মৃত জহির আহম্মেদের ছেলে মোঃ ইছাহাক আলী (২৫) কে আটক করে।

শূক্রবার সকালে আটককৃতকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ জানিয়েছেন।