শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বরইতলী এলাকার এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত ছাত্রী ওই এলাকার নুর আহাম্মদের কন্যা(১০)।
১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ খবর পেয়ে একটি সঙ্গীয় ফোর্স বরইতলী এলাকায় পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় সোনারঘোনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো,আনোয়ার হোসেন।
সূত্রে জানাযায়, এলাকাবসীর সন্দহে জড়িত থাকা রাসেল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
আটককৃত রাসেল একই এলাকায় বসবাসরত রোহিঙ্গা নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো,বদিউল আলম।
ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে ধারনা করেছেন এলাকাবাসীর।