টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীর মগবাজার চৌরাস্তায় একটি দোকানে বিস্ফোরনে দুই সাংবাদিক দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। তাদের দুজনকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ এর স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।
আহত শাওন জানায়, সন্ধ্যায় তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যায়। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভিতরে বিস্ফোরন তারা দুজন দগ্ধ হয়। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে বার্ন ইউনিটে নিয়ে আসে।
ঢামেক বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের মেডিকেল অফিসার ডাঃ মেহেরুন্নেসা লিজা জানায়, দুজনেরি মুখমন্ডল সহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ ও সুজনের ১১শতাংশ দগ্ধ হয়েছে।