গোয়ালীয়া রেজু খালের ব্রীজ নিমার্ণের ভিত্তি প্রস্তর উদ্ভোধনকালে- সংসদ কমল গ্রামীণ জনপদের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

রফিক মাহামুদ, উখিয়া ॥
সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রূপকল্প ২০২১ বাস্তবায়নে গ্রামীণ জনপদের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। গতকাল ৮ নভেম্বর বিকাল ৫টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি মেরিন ড্রাইভ-মরিচ্যা ডিসি সড়কের চেইনেজ ৪৩৩৪ মিটারের রেজু খালের উপর ৮৬.০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তরকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, কক্সবাজার জেলার পিছিয়ে পড়া জনপদের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে আরও উন্নয়নের দ্বারাকে বেগমান করে রামু-কক্সবাজারকে বাংলাদেশের একটি আধুনিক ও আত্মনির্ভরশীল সংসদীয় এলাকা হিসেবে দেশনেত্রী ১৭ কোটি মানুষের অভিভাবক বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এছাড়াও এতদঞ্চলের কেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ১০ চাউল বিতরণ, বিজিডি কার্ড, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। শিক্ষাবান্ধব সরকার বর্তমানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ডিগ্রী পর্যন্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে বলেও তিনি তার বক্তব্যে বলেন। এই ব্রীজের নিমার্ণের ফলে বৃহত্তর গোয়ালীয়া, হিমছড়ি, খুনিয়াপালং ও উখিয়ার মরিচ্যার বৃহৎ জনগোষ্ঠীর যোগাযোগ সহজ হবে বলে বক্তারা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম রিয়াজ, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি। ব্রীজের নিমার্ণ কাজ উদ্ভোধন শেষে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাহবুদের সভাপতিত্বে ও স্থানীয় যুবনেতা ফেরদৌসের পরিচালনায় এবং খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিশিষ্ট দানবীর ও শিল্পপতি মোস্তাক আহম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, মাওলানা আব্দুল্লাহ। ব্রীজের নিমার্ণ কাজ উদ্ভোধনের পূর্বে ঘন্টাব্যাপী খুনিয়াপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কেটে খাওয়া মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঘুরে বেড়ান। এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকার দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।