গোল রক্ষকের নৈপূণ্যে ট্রাইবেকারে ফাইনালে আর্জেন্টিনা ; ফাইনালের অপেক্ষায় দুদলের কোটি কোটি ভক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পুরো খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দি ব্রাজিল-আর্জেন্টিনিা ফাইনাল খেলা দেখার জন্য চরম উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শক।

১১ জুলাই ট্রফি জয়ের মহারণে মারাকানায় আর্জেন্টিনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আজকের সেমিফাইনালে প্রথমার্ধের ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলে ফিরে এসে গোল হজম করে মেসির দল। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে লুউইস দিয়াজের গোলে সমতা ফেরায় কলম্বিয়া। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র। টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেই লড়াইয়ে মেসিরা এবার জিতলেন। কলম্বিয়া ও আর্জেন্টিনা প্রথম শটে গোলের দেখা যায়। তবে কলম্বিয়ার দ্বিতীয় ও তৃতীয় শট রুখে দেন উড়ন্ত মার্টিনেজ। তার ক্ষীপ্রতায় পঞ্চম শটটিও জালে জড়াতে পারেনি কলম্বিয়া। অপরপাশে প্রথম শট নেওয়ার পর দ্বিতীয় শটটি মিস করে আর্জেন্টিনা। পরের দুটিই আবার কলম্বিয়ার জালে। ফলে পঞ্চম শটটি নেওয়ার প্রয়োজনও হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ততক্ষণে উৎসব শুরু ব্রাসিলিয়া গরিঞ্চা ফুটবল স্টেডিয়ামে। আর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস যেন উৎসবের নগরী। মেসির চিরকালীন শ্রেষ্ঠত্বে শিরোপা না জেতার আক্ষেপ জড়িয়ে আছে। এবারের কোপা হয়তো সব আক্ষেপ ঘুচিয়ে দেবে কোপার মঞ্চ।
এদিকে দুই চিরপ্রতিদ্বন্দি ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালকে ঘিরে বিশ্বব্যাপী সমর্থকদের মধ্যে চলছে কাঁদা ছুড়াছুড়ি আর প্রতিপক্ষের প্রতি অপমানসুলভ মন্তব্য তা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। যাই হোক এই সমর্থকদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই অপেক্ষায় ফাইনালে কার ঘরে উঠছে চ্যাম্পিয়ন শিরোপা তা দেখার অপেক্ষায়।