নিজস্ব প্রতিবেদক : গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে অ্যানথ্রাক্স ভাইরাসে জেব্রা বাঘ সিংহের মৃত্যুর ঘটনায় এবার বিশেষ সর্তকতা নিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। পার্কের বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিতকল্পে ইতোমধ্যে প্রতিটি বেস্টনীতে ছিটানো হচ্ছে জীবানুনাশক স্প্রে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্তাবধায়ক (রেঞ্জ কর্মকর্তা) মো.মাজহারুল ইসলাম।
জানা গেছে, অ্যানথ্রাক্স ভাইরাসে আক্রান্ত হয়ে গেল জানুয়ারী মাসে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা ও দুইটি বাঘ সিংহের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে বিশেষ সর্তকতা নিয়েছেন চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ।
এরই অংশহিসেবে গত এক সপ্তাহধরে সাফারি পার্কের বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিতে পার্কের প্রতিটি বেস্টানীতে ছিটানো হচ্ছে জীবানুনাশক স্প্রে। সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে ভেটেরিনারী বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন পার্কের বন্যপ্রাণী বিশেষ করে বাঘ, সিংহ, জ্রেবা, ভাল্লুক, হাতি, জলহস্তি, ওয়াইডবিষ্ট বেস্টনীতে খাবারের পাশাপাশি জীবানুনাশক স্প্রে ছিটানোর কাজ করছেন।
পার্কের ভেটেরিনারী বিভাগের কর্মকর্তারা বলেছেন, ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারি পার্কটি প্রতিষ্ঠার পর গেল দুইযুগ সময়ে কোনদিন বন্যপ্রাণীর বেস্টনীতে জীবানুনাশক স্প্রে ছিটাতে হয়নি। শুধুমাত্র গাজীপুর সাফারি অ্যানথ্রাক্স ভাইরাসে জেব্রা বাঘ ও সিংহ মারা যাওয়ার ঘটনার প্রেক্ষিতে বিশেষ সতকর্তার অংশহিসেবে ডুলাহাজারা সাফারি পার্কের প্রাণীকুলকে সুরক্ষিত রাখার অভিপ্রায়ে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।
জানতে চাইলে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্তাবধায়ক ও রেঞ্জ কর্মকর্তা মো.মাজাহারুল ইসলাম বলেন, গেলমাসে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে অ্যানথ্রাক্স ভাইরাসে ১১টি জেব্রা পরবর্তীতে বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আমরা বিশেষভাবে সর্তকতা নিয়েছি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম চৌধুরীর নির্দেশনা এবং নজরদারিতে ইতোমধ্যে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণী গুলোকে সুরক্ষিত রাখতে আমরা কাজ করছি। এরই অংশহিসেবে প্রতিদিন পার্কের বন্যপ্রাণীর বেস্টনীতে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।
তিনি বলেন, এই পর্যন্ত আমাদের পার্কের বন্যপ্রাণীগুলো সুস্থ আছেন। কোনধরণের রোগ বা উপসর্গ দেখা যায়নি কোন প্রাণীর শরীরে। প্রতিদিনই বন্যপ্রাণীগুলোর চেকআপ করা হচ্ছে। পাশাপাশি বন্যপ্রাণীর বেস্টনীর ভেতরে বাইরে পরিস্কার পরিচ্ছন্নতা বাড়ানো হয়েছে। ভেটেরিনারী বিভাগের কর্মীরা পালা করে দায়িত্ব পালন করছেন। #