শামীম ইকবাল চৌধুরী : আর্ত মানবতার সেবায় এগিয়ে চলছে আল নজির ফাউন্ডেশন। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে এই প্রতিষ্ঠান টি দীর্ঘকাল যাবত মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
তারই ধারাবাহিকতায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে করোনাভাইরাস এর কারনে কর্মহীন পড়া অসহায় দুঃস্থ ৪ শত পরিবারের মাঝে আল নজির ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি, লুংগী ও ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি , কিসমিস, দুধ সহ নানা সামগ্রী বিতরন করা হা্য়েছে।
শনিবার ২৩ মে সকাল সাড়ে ৯ টার সময় ইউনিয়নের বড়বিলস্থ আল নজির ফাউন্ডেশন এর নিজস্ব কার্যলয়ে নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান নিজেই উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্রাদি বিতরন করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান বলেন , আমার ছোট্ট ভাই ডঃ শাইখ আল্লামা হারুন আজিজী এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালক, তিনি মরহুম পিতার আত্বার শান্তির জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
তিনি আরো বলেন আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল যাবত সরকারের অনুমতিক্রমে অসহায় দুঃস্থদের জন্য কাজ করে যাচ্ছে। বন্যাদুর্গত দের সহায়তা, প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গরীব শিক্ষার্থী দের নগদ অর্থ সহায়তা, মুক্তিযোদ্ধা দের আংশিক ভাতা প্রদান সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।তিনি আগামীতে ও যেন এই সহযোগিতা অব্যাহত থাকে সে জন্য প্রতিষ্ঠানটির পরিচালকের জন্য দেয়া প্রার্থনা করেন।