গত ২৪ঘন্টায় দেশে করোনায় ১৩৪ জনের মৃত‌্যু ; শনাক্ত ৬২১৪ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জনের। এতে মোট শনাক্ত বেড়ে হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৮৭ জনের টেস্ট করা হয়।