খুলনা বিভাগীয় সদরসহ ৯জেলায় করোনায় ১দিনে ৬০ জনের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : খুলনা বিভাগীয় সদরসহ ৯জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন।

বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিকট এই নিশ্চিত করে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বিভাগে এযাবৎকালের সর্বোচ্চ। এসময় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৫৮৫ জন।

এছাড়া একইভাবে বাগেরহাটে মৃত্যু ৩, আক্রান্ত ১১৮, তবে এ সময় সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে আক্রান্ত হয়েছেন ১১১ জন, যশোরে করোনায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, নড়াইলে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন, মাগুরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৭৩ জন, ঝিনাইদহে মারা গেছেন ৭জন, আক্রান্ত হয়েছেন ১৫৬ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১১ জন, আক্রান্ত হয়েছেন ২৩৪ জন, চুয়াডাঙ্গায় মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ১৩০ এবং মেহেরপুরে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ৬৯ জন।