বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা রামু খুনিয়াপালং পেঁচারদ্বীপ ঘাটে অভিযান চালিয়ে ৪০হাজার ইয়াবা ও বোটসহ ৩জন এফডিএমএন সদস্য গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৫ ফেব্রæয়ারী সকাল ভোর সোয়া ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিএসসি ক্যাম্পের) আভিযানিক দল মায়ানমার হতে ফিশিং বোটযোগে সমুদ্রপথে করাচিপাড়া ঘাটের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে রামু খুনিয়াপালং পেঁচারদ্বীপের করাচিপাড়া ঘাটের সামনে অভিযান চালিয়ে কুতুপালং ৩নং ক্যাম্পের ব্লক-সি/৩২, এফসিএন নং- ১৭৬৬৬৫ এর (এফডিএমএন) বাসিন্দা ইমান হোসেনের পুত্র আবুল হাসিম (৩২)), কুতুপালং ৫নং ক্যাম্পের ব্লক-বি/৪, এফসিএন নং-১৭৩৯২১ এর (এফডিএমএন) মৃত কাশিমের পুত্র আবু ছৈয়দ (৪৮) এবং কুতুপালং ৫নং ক্যাম্পের ব্লক-এ/১,এফসিএন নং-১৭৩৯২১ এর (এফডিএমএন) মোবারকের পুত্র আব্দুল গনি (৩৭) নামে ৩জন মদক ব্যবসায়ীকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ এবং তাদের ব্যবহৃত ফিশিং বোট তল্লাশী করে বোটের মাছ রাখার বক্সের ভেতর হতে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###
