খুটাখালীতে বালু উত্তোলনকালে পাহাড় ধ্বসে পড়ে শ্রমিক নিহত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার খুটাখালীতে ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের সময় পাহাড় ধ্বসে পড়ে নুরুল কবির (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের গোদারফাঁড়ি এলাকায় ঘটে এ ঘটনা। নিহত নুরুল কবির ইউনিয়নের ৬নং ওয়ার্ড জয়নগর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এরই অংশহিসেবে ইউনিয়নের গোদারফাঁড়ি এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিনের মতো রোববার (১৭ জানুয়ারী) স্থানীয় জালাল ড্রাইভারের ছেলে আবদু রহিম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। এসময় পাহাড় ধ্বসে পড়ে নিয়োজিত শ্রমিক নুরুল কবির নিহত হন।
অভিযোগ উঠেছে, বালু উত্তোলনকালে পাহাড় ধ্বসে শ্রমিক নিহত হলেও জড়িত চক্রটি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা চালাচ্ছে। এরই জেরেই তাঁরা বিষয়টির আলোকে নিহতের পরিবারের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বলে স্থানীয় সুত্রে খবর পাওয়া গেছে। ##