খারাংখালী সীমান্তে মাছের খাচাঁয় করে পাচারের সময় মাদকের চালানসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফের খারাংখালী সীমান্তে মৎস্যঘেঁরের আড়ালে মাছের খাঁচায় করে অভিনব উপায়ে মাদকের চালান খালাস করে নিয়ে আসার সময় ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সুত্র জানায়,গত ৮জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি মাছের খাঁচা ও জাল কাঁধে নিয়ে খারাংখালী গ্রামের দিকে অগ্রসর হলে বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন তারা বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টাকালে উখিয়া উপজেলার কুতুপালং ৬নং ক্যাম্পের ব্লক-বি-৩ এর ১৬২নং শেডের বাসিন্দা হাসান আলীর পুত্র মোঃ কবির (১৮) এবং হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার লোকমান হাকিমের পুত্র মোঃ ফায়সাল (১৮) কে ১টি খাঁচা ও জালসহ আটক করে। পরে খাঁচা তল্লাশী করে ৫৮লক্ষ ৫০হাজার টাকা মূল্যমানের ১৯হাজার ৫শ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, বার-পিএসসি) জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে,পূর্ব মহেশখালীয়া পাড়ার মৎস্য ঘেঁরের মালিক মৃত সিকান্দারের পুত্র লোকমান হাকিমসহ খারাংখালী বাজার কেন্দ্রিক একটি শক্তিশালী চক্র মাদকের অপতৎপরতা চালিয়ে আসছে। এই চক্রের নিকট মৎস্যঘেঁরে কৌশলে মাদকের চালান পৌঁছে দেন ক্রসফায়ারে নিহত ইয়াবা ডন নুর হাফিজের ভাই নাগাকুরা কুয়ারবিলের মৃত মোহাম্মদ শানুর পুত্র মোহাম্মদ আইয়ুব। আর মাছ শিকারীর বেশে মাদকের চালানসহ সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনায় এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। ###