খারাংখালীতে পছন্দের মেয়ের সাথে সম্পর্ক না রাখতে বলার জেরধরে হামলার পর অভিমানে আত্নঘাতি ছু-রি-কা-ঘা-তে ছোট ভাইয়ের মৃ-ত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৮ মাস আগে

ছৈয়দুল করিম রনি : টেকনাফের হোয়াইক্যংয়ে ঈদের দিনে গরু জবাইকালে পছন্দের মেয়ের সাথে সম্পর্ক না রাখতে নিষেধ করার জেরধরে দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের অভিমানে নিজেই ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ছোট ভাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মৃতদেহ মর্গে প্রেরণের জন্য নিয়ে গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়,১৭জুন সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ৮নং ওয়ার্ড খারাংখালীস্থ পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল আজিজের পুত্র নুর কামাল (১৭) কোরবানীর গরু জবাই করার সময় তার ছোট ভাই মোঃ আকিব (১৫) কে স্থানীয় এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক না রাখার নির্দেশ দেন। তা নিয়ে দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে বড় ভাই নুর কামাল ক্ষুদ্ধ হয়ে ছোট ভাই আকিবকে লাথি দেয়। এতে আকিব চরম অভিমানে ক্ষুদ্ধ হয়ে গরু জবাই ও খালাস করার জন্য নেওয়া ছুরি নিজের পেট ও বুকে লাগিয়ে আত্নহত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত হয়ে পড়ে। তখন তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিকালে এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্বজনদের সাথে কথা বলার পর মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নিয়ে যায় বলে সাবেক মেম্বার জাহেদ হোছাইন নিশ্চিত করেন।

স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম জানান,আমি লোকজন মারফতে দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরধরে ছোট ভাই অভিমানে আত্নহত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ধরনের নৃশংস ঘটনার পর এলাকায় ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। ###