খাদ্য ভেজালমুক্ত করতে ডিসিদের কঠোর নির্দেশ খাদ্যমন্ত্রীর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাধারণ মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে সেজন্য জেলা প্রশাসকদের আরো কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন সচিবালয়ে প্রথম অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নির্দেশনা হলো, প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে, সেজন্য তাদের আরও কঠোর হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।’
‘বিভিন্ন জায়গায় গুদাম নির্মাণ ও নিরাপদ খাদ্যের অফিস করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এগুলো আমরা বানাবো, আমরা প্রকল্প নিয়েছি’ বলেও যোগ করেন তিনি।
ধান সংগ্রহ অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ধান কিনছি, এবার আমরা চার লাখ টন ধান কিনবো। গতকাল সোমবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার টন ধান কেনা হয়েছে। ওনারা (ডিসি) সাহায্য করছেন, সেটি আরও জোরদার করার জন্য এবং আমাদের লোকরা যাতে আরও বেশি অ্যাকটিভ হয়। ডিসিরা যাতে নির্বাহী অফিসারদের মাঠে নামিয়ে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারে, সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি।’