কোস্ট ফাউন্ডেশনের সপ্তাহব্যাপী ফুটবল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বার্তা পরিবেশক : উখিয়া-টেকনাফের স্থানীয় ক্লাবের ২০জন পুরুষ খেলোয়াড় এবং ৪০জন কিশোরী খেলোয়াড়দের সপ্তাহব্যাপী ফুটবল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এরফলে স্থানীয় ৪০জন কিশোরীর ফুটবল খেলায় দক্ষতা বৃদ্ধি এবং ২০জন ফুটবল খেলোয়াড় কোচ হিসেবে গড়ে উঠে ফুটবল খেলা সম্প্রসারণে ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

১০নভেম্বর (রবিবার) সকালে উখিয়া উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠান কোস্ট ফাউন্ডেশনের স্পোর্টস কো-অর্ডিনেটর আরিফ উল্লাহর সঞ্চালনায় এবং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইউএনএইচসিআরের স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপল রেজাউল করিম, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ ফারুক আহমেদ, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল,ইমাম প্রতিনিধি জাফর আলম,সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মুজাফফর আহমেদ, সাংবাদিক ও শিক্ষক পরিবারের সভাপতি কামরুদ্দিন মুকুল, সহকারী শিক্ষক খোকন বড়ুয়া, শফিকুল আলম, জয়নাল আবেদিন এবং শান্তিপূর্ণ সহাবস্থান কমিটির সদস্য ইলিয়াস মিন্টু, খোরশেদ আলম ও মোহাম্মদ নোমান।

এতে জানানো হয়, বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্লাবের ২০জন স্থানীয় ফুটবল খেলোয়াড় এবং ৪০জন কিশোরীর জন্য সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু করেছে। এরফলে স্থানীয় ৪০ জন কিশোরীর ফুটবল দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং ২০জন ফুটবল খেলোয়াড়কে কোচিং প্রশিক্ষণের মাধ্যমে কোচ হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার বিভিন্ন উপকারিতার ওপর আলোচনায় বলেন, যেমন স্বাস্থ্য ও সুস্থতা, সামাজিক সম্পর্ক, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, ক্রীড়া প্রতিভার বিকাশ এবং সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফুটবল খেলার বিভিন্ন কৌশলের বাস্তব ভিত্তিক প্রায়োগ জানতে পারবে এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবে।

t TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

উল্লেখ্য, ইতিপূর্বেও ইউএনএইচসিআরের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন রোহিঙ্গা ও স্থানীয় যুবকদের মধ্যে ১৮টি এবং উখিয়া ও টেকনাফের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ৩৩টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। এই প্রশিক্ষণে অর্জিত দক্ষতা অন্যান্য ক্লাবের ৮০জন খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দেওয়া, স্থানীয় বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি বৃদ্ধি, দক্ষ ফুটবল প্রশিক্ষক ও খেলোয়াড় তৈরি এবং যুব সমাজকে মাদকসহ অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যুবাদের খেলাধুলা ও প্রশিক্ষণের বিভিন্ন চিত্র উপস্থাপন করেন স্পোর্টস কো-অর্ডিনেটর মোঃ আরিফ উল্লাহ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কোস্ট ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর আহমেদ উল্লাহ ও মোঃ জুলফিকার হোছাইন ছিদ্দিকী। ###