কোর্টবাজারে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উৎযাপন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফারুক আহমদ : বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিশাল আলোচনা সভা (২৩জুন) বরিবার বিকেলে কোর্টবাজার ষ্টেশনে আনুষ্টিত হয়েছে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলমের সভাপত্বিতে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর করিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনছুর চৌধুরী ও হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসকান্দর হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাকটর। বক্তরা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছেন। অবকাঠামো উন্নয়ন,শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি সামাজিক নিরাপত্তা সহ নানা কর্মসূচীর এ দেশের মানুষ সুফল ভোগ করছেন। বিশেষ করে জঙ্গিবাদ, ও সন্ত্রাস দমন এবং মাদক নির্মুলে প্রধান মন্ত্রীর জিরো টরালেন্স প্রশংসার দাবী রাখে। তাই দেশের অগ্রগতি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। কাজী আক্তার উদ্দিন টুনু’র পরিচালানায় অনুষ্টিত সভায়। আরো বক্তব্য রাখেন উখিয়া যুব লীগের সভাপতি মুজিবুল হক আজাদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভূট্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেম্বার সরওয়ার কামাল পাশা, মেম্বার আবুল ফজল, আজিজুর রহমান, কৃষক লীগ নেতা জয়নাল উদ্দিন বাবুল ও শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিন সুজন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাবু পরিমল বড়–য়া, গিয়াস উদ্দিন চৌধুরী, আলী হোসেন খাঁন, মেম্বার আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, মুন্সী শাহ জাহান।