পরমানু শক্তিচালিত মার্কিন সাবমেরিন ইউএসএস-মিশিগান দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করেছে।
মঙ্গলবার বন্দরনগরী বুসানে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের সঙ্গে যোগ দেয়। খবর সিএনএন, বিবিসি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সাবমিরনটি কোরীয় জলসীমায় প্রবেশ করলো।
এমন একদিন পরমানু শক্তি চালিত সাবমেরিনটি দক্ষিণ কোরিয়ায় ঢুকল যেদিন উত্তর কোরিয়া তাদের সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।
মার্কিন নৌ-বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণে যৌথ মহড়ায় অংশ নিতে সাবমেরিনটি পাঠানো হয়েছে।
সাবমেরিনটিতে ১৫৪টি টমাহক মিসাইল, ৫০জন বিশেষ অপারেশনের সৈন্য ও মিনি সাবসহ অন্যান্য সমরাস্ত্র রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়াকে একটি শক্তিশালী বার্তা দেয়ার জন্যই সাবমেরিনটি পাঠানো হয়েছে।
এর আগে উত্তর কোরিয়া বলেছিল, মার্কিন নৌযান ডুবিয়ে দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তাদের সব সমরাস্ত্র।