কোয়ার্টার ফাইনালে মেসির খেলা এখনও নিশ্চিত নয়!

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে কাল শুক্রবার সকাল ৭টায়। নকআউট পর্বের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে। প্রতিপক্ষ ইকুয়েডর। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ফিটনেসই এখন আলোচনায়। কারণ এই ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়! কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, দল ঘোষণার আগে মেসির অবস্থা জানতে অপেক্ষা করবেন তিনি।

ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসি খেলেননি। তার পরেও জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। পেরুকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করেছে। ম্যাচের আগে অনুশীলন সেশন রয়েছে তাদের। স্ক্যালোনি তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন, ‘আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করবো। তার পর সিদ্ধান্ত নেবো। সবচেয় ভালো হচ্ছে আরও একদিন অপেক্ষা করা।’

সবচেয়ে বড় যে বিষয়, সবার আগে মেসির সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন স্ক্যালোনি। তার কথা, ‘আমরা মেসিকে নেওয়ার চেষ্টা করবো। তার পরেও সে যদি প্রস্তুত না থাকে, তাহলে দলের জন্য সেরা সমাধানটা বেছে নেবো। আমি তার সঙ্গে আজ কথা বলবো। মনে হয় সে নিজের জন্য সময় নিক এবং যতটা সম্ভব অনুশীলন করুক। এটাই ঠিক হবে।’

কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্ক্যালোনি ৯টি পরিবর্তন এনেছিলেন। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্যই এই কৌশল। ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে মেসি না থাকলে আক্রমণে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকেই স্ট্রাইকার হিসেবে খেলাবেন তিনি। লাউতারো এখন পর্যন্ত কোপার সর্বোচ্চ স্কোরার। তিন ম্যাচে ৪ গোল করেছেন। পেরুর বিপক্ষেই আছে জোড়া গোল। আলভারেজ শুধু ওপেনিং ম্যাচে কানাডার বিপক্ষে জালের দেখা পেয়েছেন। পুরোনো প্রতিপক্ষ হওয়ায় স্ক্যালোনি বলেছেন, ‘তারা দুজনেই এই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে। আমরা কম্বিনেশন নিয়ে অনুশীলনের পর সিদ্ধান্ত নেবো। এখনই সব সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। যেহেতু এই জুটি ভালো করছে এবং বিকল্প হিসেবে আছে। আবার থাকতেও পারে।’