কোপা ইতালিয়ার কোয়ার্টারে জুভেন্টাস

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কোপা ইতালিয়ার শেষ ষোলোর ম্যাচে জেনোয়াকে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আতিথ্য দেয় জুভেন্টাস। এদিন রোনালদোকে ছাড়াই একাদশ সাজান কোচ আন্দ্রে পিরলো। দলের সেরা তারকাকে ছাড়া দুর্দান্ত শুরুর পর হারতে বসেছিল জুভেন্টাস। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে জেনোয়া। শেষদিকে রোনালদো মাঠে নামলেও ম্যাচ নির্ধারিত সময়ে শেষ হয়নি। অতিরিক্ত সময়ে রাফিয়ার গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তুরিনের বুড়িরা।
মাত্র দু’মিনিটের মাথায় ডিয়ান কুলোসেভিস্কির গোলে লিড নেয় জুভেন্টাস। ২৩তম মিনিটে গোল তুলে ব্যবধান বাড়ান আলভারো মোরাতা।
পাঁচ মিনিট পরই ব্যবধান কমান জেনোয়ার লিনার্থ সিজিবোরা। ২-১ গোলের স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হয়।
ম্যাচের ৭৪ মিনিটে জেনোয়ার হয়ে গোল তুলে নেন ফিলিপো মেলেগোন। সমতায় ফেরায় জমে উঠে ম্যাচ। ৮৮ মিনিটে মাঠে নামানো হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৪ মিনিটে গোল তুলে নেন জুভেন্টাসের হামজা রাফিয়া।
১১০ মিনিটে সমতায় ফিরতে পারতো জেনোয়া। গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে বাঁচান আর্থার।
জুভেন্টাসের মতো শেষ আটে উঠেছে ইন্টার মিলান ও নাপোলি। অতিরিক্তি সময়ে গড়ানো ম্যাচে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারায় ইন্টার। এম্পোলির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে নাপোলি।