ইউএসএআইডি ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কোডেক কতৃক বাস্তবায়িত টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বন বিটের কেরুনতলী মহিলা সিপিজির ( যৌথ বন পাহারা দল) র ২৮ জন সদস্যকে যৌথ বনপাহারা দলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়।উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সিপিজি সদস্যদের উদ্দেশ্য বন আইনের ২৬ ধারা মোতাবেক বনে নিষিদ্ধ কার্যক্রম কি করা যাবে না এবং কোন কারণে করলে তার শাস্তির বিধান দণ্ডবিধি ও জরিমানা বিষয়ে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাশ,তিনি সিপিজি সদস্যদের উদ্দ্যেশে বন,বন্যপ্রাণী আইন মেনে বনবিভাগের নেতৃত্বে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে বন রক্ষায় ভূমিকা রাখার কথা তুলে ধরেন। বন পাহারার গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেশান পরিচালনা করেন মোঃ কামরুল ইসলাম, সুশাসন ব্যবস্থাপক, অসীম বড়ুয়া, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক মোঃ শওকত ওসমান, সাইট সমন্বয়কারী, ন্যাচার এন্ড লাইফ প্রকল্প। প্রশিক্ষনে সার্বিক সহযোগিতা করেন সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, এফও সেবিকা রানী বড়ুয়া, আমিনুল ইসলাম মিয়াজী, হিসাব ও প্রশাসনিক সহকারী নাজমুল হোক, ন্যাচার এন্ড লাইফ প্রকল্প।