নিজস্ব প্রতিবেদক::
টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ৷ ইতি মধ্যে তালিকা ভুক্ত শীর্ষ মাদক কারবারীরা গা ঢাকা দিয়েছে৷ এরই মাঝে আজ ২৯ অক্টোবর রাতে উত্তর লম্বরী এলাকার জাফর কে আটকের পর অনেকের গা ঢাকা দেওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে৷ সে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের নুর হোসেনের ছেলে জাফর আলম (৩০)৷ একটি সুত্র জানায় জাফর আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে বহু টাকার মালিক বনে গেছে ৷ তার নেতৃত্বে লম্বরী, তুলাতলী, মহেশখাসিয়া পাড়া, লেংগুরবিল এলাকার কতিপয় ইয়াবা ব্যবসায়ীদের নিয়ে বিশালাকারের সিন্ডিকেট গড়ে তুলেছে ৷
তাকে জিজ্ঞাসাবাদ করলে নব্য গডফাদারদের ব্যপারে অনেক গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়া যাবে বলে স্থানীয়রা জানান৷
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করতে তিনিসহ পুলিশের বিশেষ দল সদর ইউনিয়নের এক ইয়াবা ব্যবসায়ীর বাড়ি ইয়াবা মজুদ রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় জাফর আলমকে (৩০) আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সে একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।
জানা যায়, অন্যদিকে একইদিন বাহারছড়া ফাঁড়ির পুলিশের একটি টিম নোয়াখালী পাড়া অভিযান চালিয়ে আমির হোসেনকে (২৮) নামে একজনকে আটক করে। এসময় তার কাছে ৫০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আমির হোসেনের স্বীকারুক্তি অনুযায়ী জাফর আলমকে আটক করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।
ইয়াবা রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মাদক মামলা দিয়ে আদালতে মাধ্যমে প্রেরন করা হয়েছে’।