কুয়াকাটা সৈকতে ফের মৃত ডলফিন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন।

রবিবার বেলা এগারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পান ব্লু-গার্ডের সদস্যরা। তারা উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেন। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটি চাপা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ডলফিনটির ঠোঁট এবং একটি কান অর্ধেক কাটা। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে আজ সকালেই এটির মৃত্যু হয়েছে।

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন রক্ষায় জেলেদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরপরেও তাদের জালে এভাবে ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন।