কুতুপালং ক্যাম্পে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : উখিয়া কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।
সুত্র জানায়, ১৩ জুলাই সকাল ৭টায় কুতুপালং ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প-(ওয়েস্ট) এর ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৩শ ১০পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩০হাজার টাকাসহ একই ক্যাম্পের ব্লক-সি-৫ এর বাসিন্দা মোঃ হোসেনের পুত্র মোঃ ফারুক হোসেন (২৮) এবং ব্লক-সি-৪এর বাসিন্দা মোঃ সৈয়দ উল্লাহর স্ত্রী ছেনুয়ারা খাতুন (২০) কে আটক করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈম উল হক জানান,ইয়াবা ও নগদ টাকাসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ###