মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
*************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৫৯
**************************
★★ শুরু করছি আমি মহান আল্লাহর নামে
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ধরাধামে। ★★
***********************************************
অতঃপর জালেমরা ওয়াদাবদ্ধ –
কথার উপর থাকেনি অটল,
অবিশ্বাসে ভরা তাদের অন্তর ;
কথা ও কাজে ঈমানে নয় স্বচ্ছল।
যে কথায় তাদের ছিলো মুক্তি
সে কথার ভেঙ্গে দেয় চুক্তি –
বলে তারা সেথায় ভিন্ন কথা
তাদের রয়েছে আযাবের ব্যথা।
প্রেরণ করেছি আসমান হতে
আমি তাদের উপর মহাশাস্তি-
আমার নির্দেশ লংঘনকারীদের
করি দূর আমি তাদের প্রশান্তি।
মুনাফেকদের শাস্তি উভয় কালে
হবে বিষম যন্ত্রণাময় সত্যি –
মহান প্রভূর পাকড়াও হতে
অবিশ্বাসীরা পাবেনা কভূ মুক্তি।
