কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ।]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৫৮
**************************
★★ করছি আমি শুরু মহান আল্লাহর নামে
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ধরাধামে। ★★
***********************************************
স্মরণ কর সে সময়ের কথা –
যখন বলছিলাম আমি যথাতথা,
প্রবেশ কর তোমরা এ নগরীতে
” জেরুজালেম ” আদি নিবাস জন্মভূমিতে।

আর এতে যেখানে খুশি খাও স্বাচ্ছন্দ্যে
করতে থাক বিচরণ সেথা’ ইচ্ছে আনন্দে,
নির্বাসিত জীবনের টান এবার ইতি
তোমাদের সাথে র’বে আল্লাহর প্রীতি।

আর প্রবেশ কর নতশিরে
নগর ফটক দিয়ে ভেতরে –
অতঃপর বলতে থাক “ক্ষমা চাই ”
করব ক্ষমা অপরাধ আমি অন্তরে।

উদ্ধার কর এবার তোমরা-
তোমাদের হারানো জন্মভূমি,
” আমালিকা ” সম্প্রদায় কর্তৃক
অধিকৃত তোমাদের মাতৃভূমি।

আর সৎকর্মশীলদের জন্য আমার
দানও করবো আমি প্রভূ অতিরিক্ত,
নতমস্তকে প্রবেশে আর ” ক্ষমা চাই ” শব্দে
আল্লাহর অনুগ্রহে হবে তোমরা সম্পৃক্ত।