কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ।]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-৫৬
**************************
★★ মহান আল্লাহর নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভূরিভূি।★★
*************************************************
ইসরাইল জাতি কুটিল অতি
বলেন তিনি তাদের প্রতি –
হবে অসহ্য নূরের তাজাল্লী
নিওনা নিজেরা নিজেদের ক্ষতি।

আল্লাহ্ মহান ফুকারেন সেথায়
গায়েবি আওয়াজের দ্যোতনা –
তাওরাত ও নবী মুসার পক্ষে
তিনি তাঁর সত্যতার ঘোষণা।

বনি ইসরাইল নিমক হারাম –
অতি অকৃতজ্ঞ অসভ্য জাতি,
পুনর্জীবিত করার পরেও ;
আনেনি বিশ্বাস আল্লাহর প্রতি।

কর সবে মিলেমিশে –
আমি আল্লাহর বন্দনা,
আমার প্রতি ঈমান এনে
কর দ্বীন প্রতিষ্টার সূচনা।