মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর:-৫৫
**************************
★★ মহান আল্লাহর নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভূরিভূরি। ★★
************************************************
ঐশী গ্রন্থ তাওরাত হলেন যবে প্রাপ্ত
স্বীয় কওমে দিলেন তিনি দাওয়াত,
ঘোষণা দেয় বনি ইসরাইল জাতি
চিন্তা না করে বিরুধী আওয়াজ।
হে,মুসা কস্মিনকালেও করবোনা বিশ্বাস
আল্লাহকে প্রত্যক্ষ ভাবে না দেখে অবধি –
প্রভূকে বল তুমি তাঁকে যেন সবে দেখি;
আল্লাহ্ প্রদত্ত তাওরাত সাথে রিসালাত
সত্যি আনব ঈমান তাই ঘটে যদি।
আল্লাহর আদেশ পায়
নবী মুসা এমতাবস্থায় –
কওমের সত্তর জন লোক
সমেত ধীরে চলে সিনাই পর্বত সম্মূখ।
আল্লাহর দর্শনে সিনাই পর্বত পানে
জেদি মনে করেন সেথায় গমণ-
যেথায় হয় মুসার প্রতি ঐশী গ্রন্থ
আল্লাহ্ প্রদত্ত তাওরাতের আগমণ।
সেথায় তোমরা হয়েছিলে সে দিন
বজ্রাহত হে,বনি ইসরাইল জাতি,
মৃত্যুর কোলে ঢলে পড়ে নিজেরা
এনেছিল ডেকে অবিশ্বাস তোমাদের ক্ষতি।
বরং তোমরাই ছিলে সেদিন –
এ ঘটনার নিদর্শন প্রত্যক্ষকারী
আল্লাহর সাথে করিওনা নাফরমানি
হে,বান্দা হও সবে হামদ গুজারি।
