মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
*************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৫৪
**************************
★★ মহান আল্লাহর নামে করছি শুরু আমি
যিনি পরম করুণাময় অসীম দয়ালু স্বামী। ★★
*****************************************************
আর যখন বলল নবী মুসা
স্বীয় সম্প্রদায়ের প্রতি –
শুনোন সবে রবের উপদেশ
কল্যাণে হে,বনি ইসরাইল জাতি।
উপাস্য রূপে গ্রহণ করে তোমরা
গো-বাছুরের পূঁজা করে সত্যি –
ঘোর অত্যাচার করেছ সবে ,
নিজেরা নিজেদের প্রতি ।
প্রভূর আরাধনার বিপরীতে –
করেছ শিরক,গো-বাছুরের ভক্তি
ইহ-পর উভয় কালে সুনিশ্চিত
হবে ধ্বংস বনি ইসরাইল জাতি।
সুতরাং এ সময়ে ফিরে যাও
তোমরা তোমাদের স্রষ্টার পানে,
আর হত্যা কর নিজেরা নিজেদের
বিধাতার নির্দেশে স্বীয় কল্যাণে।
তোমাদের স্রষ্টার নিকট –
এ সমাধানটাই অতি উত্তম ;
শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বনি ইসরাইল জাতি হয়োনা অধম।
ক্ষমা পরবশ হবেন বিধাতা৷ –
হে,জাতি তোমাদের প্রতি ,
তিনি অতিশয় ক্ষমাশীল প্রভূ
পরম করুণাময় দয়ালু অতি।
